ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সহকারী রাজস্ব কর্মকর্তাদের নতুন ফোরাম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
সহকারী রাজস্ব কর্মকর্তাদের নতুন ফোরাম

পিএসসি রিলেটেড অফিসার্স অ্যাসোসিয়েশন অব কাস্টমস-১৪ ফোরামের নির্বাচনে রাসেল মাহমুদ জুয়েল সভাপতি ও তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

ঢাকা: পিএসসি রিলেটেড অফিসার্স অ্যাসোসিয়েশন অব কাস্টমস-১৪ ফোরামের নির্বাচনে রাসেল মাহমুদ জুয়েল সভাপতি ও তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৫ নভেম্বর) সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে সদস্যদের সরাসরি ভোটে এ নির্বাচন সম্পন্ন হয়।

২০১৪ সালে পাবলিক সার্ভিস কমিশন ৭৪৫ জনকে এনবিআরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অনুবিভাগে সরাসরি সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) নিয়োগের সুপারিশ করে। ওই ব্যাচকে নিয়েই এ ফোরাম গঠিত হয়।

২৩ সদস্যের এ কমিটিতে নির্বাচিতদের মধ্যে রয়েছেন- সহ সভাপতি এনামুল হক, ফরিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মুজিবর রহমান ও বিজয় রায়, অর্থ সম্পাদক বোরহান উদ্দিন, প্রচার ও মিডিয়া সম্পাদক বিজন তালুকদার, সাংগঠনিক সম্পাদক ইমাম উদ্দিন।

আগামী দু’বছরের জন্য নির্বাচিত হয়েছে এ কমিটি।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
এমএন/ওএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।