ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক

প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া: প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

 

শনিবার (২৬ নভেম্বর) রাত ১০টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এর আগে রাত সোয়া ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর গোধূলী ট্রেনের পাঁচটি বগি বিচ্ছিন্ন হওয়ার কারণে রেল চলাচল বন্ধ হয়ে যায়।    

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের সহকারী মাস্টার শাকির আহমেদ বংলানিউজকে জানান, আশুগঞ্জ রেল স্টেশনের মেরামতকারী দল ঘটনাস্থলে গিয়ে বিচ্ছিন্ন হওয়া পাঁচটি বগি সরিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক করে।

** ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ

বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
এজি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।