ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাট জেলা আইনজীবী সমিতি নির্বাচনের ফল ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
জয়পুরহাট জেলা আইনজীবী সমিতি নির্বাচনের ফল ঘোষণা

জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে।

জয়পুরহাট: জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল সভাপতি ও জতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে অ্যাডভোকেট শাহিনুর রহমান শাহীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 

শনিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুর রহমান (২) এ ফল ঘোষণা করেন।  

 

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সহ-সভাপতি অজিত কুমার মণ্ডলসহ ৮জন এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে সহ-সভাপতি অ্যাডভোকেট আবু তাহেরসহ ৯জন বিভিন্ন পদে জয়লাভ করেছেন।  

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুর রহমান বাংলানিউজকে জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে রাতে ফল ঘোষণা করা হলো।

বাংলাদেশ সময়: ২২২৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
এজি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।