ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ফেনী জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে আ’লীগের প্রার্থী ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
ফেনী জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে আ’লীগের প্রার্থী ঘোষণা

আসন্ন ফেনী জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে।

ফেনী: আসন্ন ফেনী জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ফেনী পৌর চত্বরে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম।

এর আগে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।

এ সময় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহীদ খোন্দকারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ নির্বাচনে সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডে সদস্য পদে ২০ জনের নাম ঘোষণো করে জেলা আওয়ামী লীগ। সাধারণ ১ নম্বর ওয়ার্ডে নুর মোহাম্মদ সফিকুল হোসেন, ২ নম্বর ওয়ার্ডে জামাল উদ্দিন, ৩ নম্বর ওয়ার্ডে মো. দেলোয়ার হোসেন মজুমদার, ৪ নম্বর ওয়ার্ডে কাজী ওমর ফারুক, ৫ নম্বর ওয়ার্ডে আকতার হোসেন, ৬ নম্বর ওয়ার্ডে নুরুল আবছার আপন, ৭ নম্বর ওয়ার্ডে মাহবুবুল হক, ৮ নম্বর ওয়ার্ডে মোসলেহ উদ্দিন হাজারী বাদল, ৯ নম্বর ওয়ার্ডে আবুল কালাম আজাদ, ১০ নম্বর ওয়ার্ডে গিয়াস উদ্দিন আহম্মেদ, ১১ নম্বর ওয়ার্ডে সালেহ আহম্মদ হায়দার, ১২ নম্বর ওয়ার্ডে নুরুল আমিন, ১৩ নম্বর ওয়ার্ডে ফয়েজুল কবীর, ১৪ নম্বর ওয়ার্ডে ফারুক হোসেন, ১৫ নম্বর ওয়ার্ডে নাসির উদ্দিন ভূঞাঁ ও সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে নিলুফা করিম, ২ নম্বর ওয়ার্ডে নাজমা আক্তার কনা, ৩ নম্বর ওয়ার্ডে লায়লা জেছমিন বড় মণি, ৪ নম্বর ওয়ার্ডে রাবেয়া আক্তার রাবু ও ৫ নম্বর ওয়ার্ডে খোদেজা খানম দলীয় টিকিট পান।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।