ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঘাটাইলে ২ ট্রাকের সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
ঘাটাইলে ২ ট্রাকের সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কদমতলী এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুইজন।

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কদমতলী এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন।

 

রোববার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ১০টায় ঘাটাইল থেকে টাঙ্গাইলগামী একটি ট্রাকের সঙ্গে কদমতলী এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই একজন নিহত ও তিনজন আহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। তবে হতাহতদের কারো নাম-পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬/আপডেট:১৩০১
এসআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।