ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রাহমানিসহ ১০ জনের বিচার শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রাহমানিসহ ১০ জনের বিচার শুরু

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রাহমানিসহ ১০ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত।

ঢাকা: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রাহমানিসহ ১০ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত।

রোববার (২৭ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা এ চার্জ গঠন করেন।

চার্জ গঠনের ফলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জসিম উদ্দিন রাহমানিসহ ১০ জনের আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

রাহমানি ছাড়া মামলায় বাকি আসামিরা হলেন- সাইফুল ইসলাম ওরফে বাবু, আবু হানিফ, আলী আহাদ, জাহিদুর রহমান, কাজী রেজোয়ান, কাজী নাইমুল হাসান, জুম্মন, পিয়াস ওরফে আব্দুল্লাহ ও আমিনুল ইসলাম।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বাংলানিউজকে জানান, মামলাটির ১০ আসামির সবার বিরুদ্ধে চার্জগঠন করেছেন আদালত। আগামী বছরের ৪ জানুয়ারি মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

আসামিদের মধ্যে মুফতি জসিম উদ্দিন রাহমানি, সাইফুল ইসলাম ওরফে বাবু ও আবু হানিফ কারাগারে আটক আছেন। আসামি আলী আহাদ জামিনে থেকে আদালতে হাজির ছিলেন। বাকি ৬ আসামি জামিনে গিয়ে পলাতক।

গত ৮ নভেম্বর মামলাটির চার্জশিট আমলে নিয়ে পলাতক ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

জঙ্গি তৎপরতা, সরকার ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ২০১৩ সালের ২৪ আগস্ট মোহাম্মদপুর থানায় আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। ডিবি পুলিশের পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মন মামলাটি দায়ের করেন।

২০১৪ সালের ৮ সেপ্টেম্বর ডিবি পুলিশের আরেক পরিদর্শক আবদুল লতিফ শেখ জসিম উদ্দিন রাহমানিসহ ১০ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

২০১৩ সালের ১২ আগস্ট গ্রেপ্তার হন জসিম উদ্দিন রাহমানি। তখন থেকেই তিনি কারাগারে আটক আছেন।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
এমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।