ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

প্রশাসনে ৫৩৬ কর্মকর্তাকে পদোন্নতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
প্রশাসনে ৫৩৬ কর্মকর্তাকে পদোন্নতি

প্রশাসনে ৫৩৬ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। রোববার (২৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ে পৃথক তিনটি আদেশে তাদের পদোন্নতির বিষয়টি জানানো হয়।

ঢাকা: প্রশাসনে ৫৩৬ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। রোববার (২৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ে পৃথক তিনটি আদেশে তাদের পদোন্নতির বিষয়টি জানানো হয়।

এর মধ্যে যুগ্ম-সচিব থেকে অতিরিক্ত সচিব পদে ১৪৫ জন, উপসচিব থেকে যুগ্ম-সচিব পদে ১৮৬ জন এবং সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ২০৫ জন।

পদোন্নতি দিয়ে তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওএসডি) করা হয়েছে।  

পদোন্নতির পর বর্তমানে অতিরিক্ত সচিবের সংখ্যা সাড়ে পাঁচশ’, যুগ্ম-সচিব ৬১৩ জন এবং উপসচিবের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪৭৯ জন।

সবশেষ চলতি বছরের মে মাসে অতিরিক্ত সচিব পদে ৮৫ জন, যুগ্ম-সচিব পদে ৭০ জন এবং উপসচিব পদে ৬২ জনকে পদোন্নতি দেওয়া হয়।  

এর আগে গত বছরের জুন মাসে উপসচিব, যুগ্ম-সচিব এবং অতিরিক্ত সচিব পদে ৮৭৩ কর্মকর্তাকে পদোন্নতি দেয় সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, প্রশাসনে অতিরিক্ত সচিবের পদসংখ্যা প্রায় একশ’। যুগ্ম-সচিবের পদ সাড়ে চারশ’ এবং উপসচিবের পদ সাড়ে আটশ’।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬/আপডেট: ১৫৪৫ ঘণ্টা
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।