ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কাহারোলে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
কাহারোলে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

দিনাজপুরের কাহারোলে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. সুজন (২৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও নয় জন। 

দিনাজপুর: দিনাজপুরের কাহারোলে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. সুজন (২৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও নয় জন।

 

রোববার (২৭ নভেম্বর) বিকেলে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে উপজেলার ১১ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

সুজন পঞ্চগড় সদর উপজেলার পৌর খালপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।  

আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।  

দিনাজপুরের রানীরবন্দর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল মালেক বাংলানিউজকে জানান, একটি মাইক্রোবাস পঞ্চগড় থেকে দিনাজপুর যাচ্ছিল। পথে ১১ মাইল এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।  

পরে আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যায় মাইক্রোবাস চালক সুজনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
বিএসকে/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।