ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ডোমারে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
ডোমারে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

নীলফামারীর ডোমারে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর ডোমারে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ নভেম্বর) বিকেলে ডোমার থানার আয়োজনে বোড়াগাড়ী হাট চত্বরে ওপেন হাউস ডে’র আয়োজন করা হয়।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ রাজিউর রহমান রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা পুলিশ সুপার মো. জাকির হোসেন খান।  

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্ত‍া (ইউএনও) মোছা. সাবিহা সুলতানা, সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান, সহকারী পুলিশ সুপার মো. ফিরোজ কবীর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান মো. তোফায়েল আহমেদ, ডোমার সদর ইউপি চেয়ারম্যান মো. মোসাব্বের হোসেন মানু, পৌর কাউন্সিলর মো. আক্তারুজ্জামান সুমন, বোড়াগাড়ি আওয়ামী লীগর সাধারণ সম্পাদক মো. মঞ্জুর আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে মাদকের ব্যবসা ও সেবন ছেড়ে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসেন পাঁচ ব্যক্তি। এসময় তারা শপথ নেন।

এরা হচ্ছেন- ডোমার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মৃত আজিজার রহমানের প্রথম স্ত্রী মোছা. বেগম (৪৫), দ্বিতীয় স্ত্রী মাজেদা (৪০), একই এলাকার রশিদুল ইসলাম (৪৮), শ্রী নাগর চন্দ্র সরকার (৬০) ও বাজার এলাকার রামনাথ প্রসাদ (৬০)।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
এনটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।