ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শিল্পপতি মোস্তাফিজুর রহমান দুলাল আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
শিল্পপতি মোস্তাফিজুর রহমান দুলাল আর নেই

ফেনী সমিতি ঢাকা ও চট্টগ্রামের সাবেক সভাপতি ও শিল্পপতি মোস্তাফিজুর রহমান দুলাল আর নেই। রোববার (২৭ নভেম্বর) বিকেল ৫টায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মারা যান তিনি।

ফেনী: ফেনী সমিতি ঢাকা ও চট্টগ্রামের সাবেক সভাপতি ও শিল্পপতি মোস্তাফিজুর রহমান দুলাল আর নেই।

রোববার (২৭ নভেম্বর) বিকেল ৫টায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মারা যান তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ফেনীর ফুলগাজী উপজেলার নতুন মুন্সিরহাট জগতপুর গ্রামে জন্মগ্রহণ করেন মোস্তাফিজুর রহমান দুলাল। তার বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মরহুম মকছুদুর রহমান ও মাতা মরহুমা রেজিয়া খাতুন।

মোস্তাফিজুর রহমান দুলাল চট্টগ্রামের ফেনী সমিতির সভাপতি ও ঢাকার ফেনী সমিতির সভাপতি ছিলেন এবং ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান পদে দায়িত্বরত ছিলেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা পরিষদ প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।