ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে সাড়ে ৬ হাজার লিটার চোলাই মদ ধ্বংস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
দিনাজপুরে সাড়ে ৬ হাজার লিটার চোলাই মদ ধ্বংস

দিনাজপুর সদর উপজেলার রাণীগঞ্জ আনন্দপাড়া এলাকায় সাড়ে ছয় হাজার লিটার চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলার রাণীগঞ্জ আনন্দপাড়া এলাকায় সাড়ে ছয় হাজার লিটার চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৭ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জোবায়ের হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আনন্দপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ছয় হাজার লিটার চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মালামাল ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
বিএসকে/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।