ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ডা. মিলন দিবসে জাসদের আলোচনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
বগুড়ায় ডা. মিলন দিবসে জাসদের আলোচনা ছবি: আরিফ জাহান- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শহীদ ডা. শামসুল হক মিলনের ২৬তম মৃত্যুবার্ষিকীতে বগুড়া সদর উপজেলা জাসদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ নভেম্বর) বিকেলে শহরের সাতমাথা সংলগ্ন দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

বগুড়া: শহীদ ডা. শামসুল হক মিলনের ২৬তম মৃত্যুবার্ষিকীতে বগুড়া সদর উপজেলা জাসদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
রোববার (২৭ নভেম্বর) বিকেলে শহরের সাতমাথা সংলগ্ন দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সদর উপজেলা জাসদের সভাপতি হারুনার রশীদ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ইমদাদুল হক এমদাদ।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন জেলা জাসদের সহ-সভাপতি ইকবাল হোসেন খান রতন, হেলাল উদ্দিন আঙ্গুর, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল লতিফ পশারী ববি, দপ্তর সম্পাদক জীবন কৃষ্ণ যাদব, শহর জাসদের সভাপতি রবীন্দ্রনাথ দাস রঞ্জন, জেলা যুবজোটের সাধারণ সম্পাদক ওবায়দুল হক, ছাইদুর রহমান ছালেক, শ্রমিক নেতা মকবুল হোসেন, আব্দুল মমিন মন্ডল, আশরাফ আলী, হযরত আলী, আব্দুল লতিফ বাচ্চু ও রায়হান প্রমুখ ।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
এমবিএইচ/এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।