ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে ৫৬ বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
ঠাকুরগাঁওয়ে ৫৬ বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ঠাকুরগাঁও সেক্টরের অধীন ৫৬-বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

ঠাকুরগাঁও: জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ঠাকুরগাঁও সেক্টরের অধীন ৫৬-বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

রোববার (২৭ নভেম্বর) দুপুরে ঠকুরগাঁও সেক্টর সদর দপ্তরে নীলফামারী ৫৬-বিজিবি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা।

কেক কেটে দিবসটির শুভ স‍ূচনা করেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন- রংপুর অঞ্চলের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল শাহারিয়ার চৌধুরী আহম্মেদ, সেক্টর কমান্ডার কর্নেল দেওয়ান মোহাম্মদ লিয়াকত আলী, জেলা প্রশাসক আব্দুল আওয়াল, ৩০-বিজিবির অধিনায়ক লে.কর্নেল তুষার বিন ইউনুস, ১৮-বিজিবির অধিনায়ক লে.কর্নেল আল হাকিম মোহাম্মদ নওশাদ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
বিএসকে/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।