ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুরে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
মিরপুরে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুর থেকে চিকিৎসক দম্পতির বাসা থেকে কুলসুম (২৫) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে মিরপুর থানা পুলিশ। রোববার (২৭ নভেম্বর) বিকেল তিনটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঢাকা: রাজধানীর মিরপুর থেকে চিকিৎসক দম্পতির বাসা থেকে কুলসুম (২৫) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে মিরপুর থানা পুলিশ।

রোববার (২৭ নভেম্বর) বিকেল তিনটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত কুলসুম দিনাজপুর জেলার কাহারু উপজেলার রামপুর গ্রামের ফয়জুল হকের মেয়ে।

মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অজিত কুমার বাংলানিউজকে জানান, মিরপুর-২ নম্বরের সি ব্লকের চার নম্বর রোডের চার নম্বর বাসার গৃহকর্তা ডা. মিজানুর রহমান ও তার স্ত্রী ডা. মরিয়ম জামিলা শাপলার বাসায় এক বছরের বেশ সময় ধরে কুলসুম গৃহকর্মীর কাজ করতো।

ওই চিকিৎসক দম্পতির বরাত দিয়ে এসআই আরও জানান, কুলসুম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। জিজ্ঞাসাবাদের জন্য চিকিৎসক দম্পতিকে থানায় নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ডা. মিজানুর রহমান পিজি হাসপাতালের চিকিৎসক এবং তার স্ত্রী কুর্মিটোলা হাসপাতালের চিকিৎসক।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
এজেডএস/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।