ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে অস্ত্রসহ গ্রেফতার ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
জয়পুরহাটে অস্ত্রসহ গ্রেফতার ১

জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ বুদু ইসলাম (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

জয়পুরহাট: জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ বুদু ইসলাম (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের দেবীপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি দেবীপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক মেজর হাসান আরাফাত বাংলানিউজকে জানান, একাধিক মামলার পলাতক আসামি বুদু ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ০১৩৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
আরবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।