ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রায়গঞ্জে মাদক সেবনকালে আওয়ামী লীগ নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
রায়গঞ্জে মাদক সেবনকালে আওয়ামী লীগ নেতা আটক

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মাদক সেবনকালে জুয়েল (৪২) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় ধস্তাধস্তিতে আসাদ নামে পুলিশের এক ওয়্যারলেস অপারেটর কিছুটা আঘাত পেয়েছেন। 

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মাদক সেবনকালে জুয়েল (৪২) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় ধস্তাধস্তিতে আসাদ নামে পুলিশের এক ওয়্যারলেস অপারেটর কিছুটা আঘাত পেয়েছেন।

 

রোববার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়নের সলিশাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  

আটক জুয়েল উপজেলার নলকা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।  

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বাংলানিউজকে জানান, রাতে সলিশাপাড়া গ্রামে বেশ কয়েকজন মাদক সেবন করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও জুয়েল ও চান মিয়া নামে দু’জনকে আটক করা হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে চান মিয়া পালিয়ে যেতে সক্ষম হন। ধস্তাধস্তিতে আহত হন ওয়্যারলেস অপারেটর আসাদ। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  চান মিয়া ধানগড়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।