ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মেয়র হানিফের সমাধিতে সাঈদ খোকনের ফুলেল শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
মেয়র হানিফের সমাধিতে সাঈদ খোকনের ফুলেল শ্রদ্ধা ছবি: সুমন শেখ/বাংলানিউজ

ঢাকা সিটি করপোরেশনের প্রথম মেয়র মোহাম্মদ হানিফের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তার ছেলে ঢাকা দক্ষিণের বর্তমান মেয়র সাঈদ খোকন।

ঢাকা: ঢাকা সিটি করপোরেশনের প্রথম মেয়র মোহাম্মদ হানিফের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তার ছেলে ঢাকা দক্ষিণের বর্তমান মেয়র সাঈদ খোকন।

হানিফের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (২৮ নভেম্বর) সকালে আজিমপুর কবরস্থানে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।


এরপর মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া ও শ্রদ্ধা নিবেদনে মেয়রের সঙ্গে অংশগ্রহণ করেন, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের (দক্ষিণ) সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ, আজিমপুর ২৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
জেডএফ/এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।