ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সাভার সিআরপিতে নার্গিস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
সাভার সিআরপিতে নার্গিস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেটে ছাত্রলীগ নেতার হামলার শিকার হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা খাদিজা আক্তার নার্গিসকে সাভার সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপিতে) নেওয়া হয়েছে।

ঢাকা: সিলেটে ছাত্রলীগ নেতার হামলার শিকার হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা খাদিজা আক্তার নার্গিসকে সাভার সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপিতে) নেওয়া হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে স্কয়ার হাসপাতাল থেকে তাকে সিআরপিতে নেওয়া হয়।

সিআরপির নিউরোসার্জারি বিভাগের কনসালটেন্ট ডা. সাঈদ উদ্দিন হেলালের তত্ত্বাবধানে রয়েছেন নার্গিস।

বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন স্কয়ার হাসপাতালের পরিচালক (মেডিকেল সার্ভিসেস) অধ্যাপক ডা. মির্জা নাজিম উদ্দিন।

৩ অক্টোবর নার্গিসকে কুপিয়ে গুরুতর জখম করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় এনে ৪ অক্টোবর সকালে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় বদরুলকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থায়ীভাবে বহিষ্কার করেছে। তিনি বর্তমানে কারাগারে।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
আরএটি/এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।