ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

মানিকছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
মানিকছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে

খাগড়াছড়ির মানিকছড়িতে এক নারীকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের গ্রেফতার করে শাস্তির দাবিতে মানিকছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে।

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মানিকছড়িতে এক নারীকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের গ্রেফতার করে শাস্তির দাবিতে মানিকছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে।

সোমবার (২৮ নভেম্বর) সকাল থেকে এ অবরোধ শুরু হয়।

পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ (পিবিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা এ অবরোধ কর্মসূচি ঘোষণ‍া করে।

অবরোধের কারণে খাগড়াছড়ির সঙ্গে চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। মানিকছড়িতে অভ্যন্তরীণ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে অবরোধের সমর্থনে বাঙালি ছাত্র পরিষদের নেতাকর্মীরা পিকেটিং করেছে বলে খবর পাওয়া গেছে। তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে, অবরোধকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা।

গত ১৭ নভেম্বর মানিকছড়ির কুমারি পাড়া গ্রামে গভীর রাতে মুখোশ পড়া একদল দুর্বৃত্ত এক নারীকে ঘর থেকে তুলে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। ঘটনার পরের দিন ওই নারী অজ্ঞাতপরিচয় ৭-৮ জনকে আসামি করে মানিকছড়ি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।