ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

আগরতলায় সহকারী হাইকমিশনের বাউল উৎসব

সুদীপ চন্দ্র নাথ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
আগরতলায় সহকারী হাইকমিশনের বাউল উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনের উদ্যোগে রোববার (২৭ নভেম্বর) সন্ধ্যায় এক বাউল উৎসবের আয়োজন করা হয়েছে। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যের নববোধন...

আগরতলা (ত্রিপুরা): আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনের উদ্যোগে রোববার (২৭ নভেম্বর) সন্ধ্যায় এক বাউল উৎসবের আয়োজন করা হয়েছে।

রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যের নববোধন শিল্পীগোষ্ঠীর ফিউশন নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

তারপর রাজ্যের লোক সংগীত শিল্পী পাপড়ি দাস পরিবেশন করেন কয়েকটি গান।

এরপর বাংলাদেশের কুষ্টিয়ার লালন একাডেমির শিল্পীরা পরিবেশন করেন লোক গান। বাংলাদেশের শিল্পীরা গান শুরু করতেই হলে উপস্থিত দর্শকদের মধ্যে উন্মাদনা আলাদা মাত্রায় পৌঁছায়।

একে একে বাংলাদেশের শিল্পী মোহম্মদ টুটুল, শিরীন আক্তার, আবদুল বারিক (বারিক পাগল), নূর এ ইয়াসমিন, আকলিমা পারভীন একে একে মরমী সাধক লালন শাহের গান পরিবেশন করেন।

হল ভর্তি দর্শকদের হৃদয় স্পর্শ করে শিল্পীদের গাওয়া গান। এক একটি গান শেষ করার পর করতালিতে ভরিয়ে দেন তারা।

বাংলাদেশের ঢোলক শিল্পী মোহম্মদ আব্দুল কুদ্দুস আলী তো অনুষ্ঠানকে প্রচলিত রীতি ভেঙে একেবারে দর্শকদের মাঝে নিয়ে যান।

তিনি তার ঢোলক নিয়ে মঞ্চ ছেড়ে একে বারে চলে আসেন দর্শক আসনের মাঝে, আসনের অলি-গলি ধরে ঢাক বাজিয়ে ঘুরে বেড়ান সামনের সারি থেকে শেষের সারি পর্যন্ত।

যা উপস্থিত দর্শকদের আনন্দে নতুন মাত্রা যোগ করে। শিল্পীদের সহযোগিতা করেন ত্রিপুরা রাজ্যের যন্ত্রশিল্পীরা।

উৎসবে ছিলেন- রাজ্য সরকারের ক্রীড়া, যুব কল্যাণ ও সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী সহিদ চৌধুরী, আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার মোহম্মদ সেখাওয়াত হোসেন, প্রথম সচিব মনিরুজ্জামান, দ্বিতীয় সচিব মোহম্মদ ইকবাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের উপস্থাপনা করেন রাজ্যের সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমিত ভৌমিক। টানা চার ঘণ্টা ধরে চলে এ অনুষ্ঠান, গোটা সময়টাই পুরো মাত্রায় উপভোগ করেন দর্শকরা।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
এসসিএন/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।