ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে হামলার ঘটনায় গ্রেফতার আরো ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
গোবিন্দগঞ্জে হামলার ঘটনায় গ্রেফতার আরো ১

রংপুর চিনিকলের আওতাধীন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে আখ কাটা নিয়ে সংঘর্ষ ও সাঁওতালদের ওপর হামলার ঘটনায় শফিউল আলম (৩০) নামে আরো এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গাইবান্ধা: রংপুর চিনিকলের আওতাধীন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে আখ কাটা নিয়ে সংঘর্ষ ও সাঁওতালদের ওপর হামলার ঘটনায় শফিউল আলম (৩০) নামে আরো এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৮ নভেম্বর) সকালে গোবিন্দগঞ্জ উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের কুন্দখালাসপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ নিয়ে ওই মামলায় মোট ২১ জনকে গ্রেফতার করা হলো।

গ্রেফতারকৃত শফিউল আলম কুন্দখালাসপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল গফুর গ্রেফতারের বাংলানিউজকে জানান, শফিউলকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

গত ৬ নভেম্বর সাহেবগঞ্জ ইক্ষু খামারের শ্রমিক-কর্মচারীদের সঙ্গে আখ কাটা নিয়ে সাঁওতালদের সংঘর্ষ হয়। এতে তিন সাঁওতাল নিহত ও উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়।
 
ঘটনার ১১ দিন পর সাঁওতালদের পক্ষে স্বপন মুরমু বাদী হয়ে অজ্ঞাতপরিচয় পাঁচ থেকে ছয়শ’ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।