ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে করদাতা উদ্ধুদ্ধকরণ সেমিনার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
রাঙামাটিতে করদাতা উদ্ধুদ্ধকরণ সেমিনার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটিতে করদাতা উদ্ধুদ্ধকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি: রাঙামাটিতে করদাতা উদ্ধুদ্ধকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ নবেম্বর) সকাল সাড়ে ১১টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড’র মাইনী মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রাম বিভাগের কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া’র সভাপতিত্বে সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- রাঙামাটি আসনের জাতীয় সংসদ সদস্য ঊষাতন তালুকদার।

এসময় আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’র চেয়ারম্যান বেলায়েত হোসেন বেলাল প্রমুখ।

এ উদ্ধুদ্ধকরণ সেমিনারে আগত ব্যবসায়ীরা তাদের নানা অভিমত তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি ঊষাতন তালুকদার বলেন, সরকার শক্তিশালী হলে আমরা শক্তিশালী হবো। সরকার ভালো থাকলে আমরা ভালো থাকবো। আর এ জন্য প্রত্যেক নাগরিকের উচিত দেশের যথাযথ দায়িত্ব পালন করা।

তিনি বলেন, দেশের প্রকৃত নাগরিক হিসেবে রাষ্ট্রের উন্নয়নে নাগরিকদের ভ্যাট দেওয়া জরুরি।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।