ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জে পুলিশ হত্যা মামলায় শিবির কর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
সুন্দরগঞ্জে পুলিশ হত্যা মামলায় শিবির কর্মী গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে চার কনস্টেবলকে পিটিয়ে হত্যার মামলার পলাতক আসামি থাকা ফারুক হোসেন (২৮) নামে শিবিরের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে চার কনস্টেবলকে পিটিয়ে হত্যার মামলার পলাতক আসামি থাকা ফারুক হোসেন (২৮) নামে শিবিরের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৮ নভেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার মন্মথ আর্দশপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বাংলানিউজকে জানান, ২০১৩ সালে জামায়াত নেতা সাইদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে চার পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা মামলার  চার্জশিটভুক্ত আসামি ফারুক হোসেন।

ওসি আরো জানান, ফারুকের নাশকতাসহ আরো ৬ মামলার চার্জশিটভুক্ত আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রিমান্ড চেয়ে তাকে আদালতে হাজির করা হবে।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।