ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

কুলিয়ারচরে বাসচাপায় নছিমনের ২ যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
কুলিয়ারচরে বাসচাপায় নছিমনের ২ যাত্রী নিহত

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার মনোহরপুর এলাকায় বাসের চাপায় নছিমনের দুই যাত্রী নিহত হয়েছেন।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার মনোহরপুর এলাকায় বাসের চাপায় নছিমনের দুই যাত্রী নিহত হয়েছেন।

সোমবার (২৮ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিলীপ মিয়া বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের দক্ষিণ সরারচর গ্রামের হারিছ মিয়ার ছেলে। তিনি নছিমনের চালক ছিলেন এবং আলী কটিয়াদী উপজেলার দরিয়া এলাকার মৃত খোকন মিয়ার ছেলে। তিনি নছিমনের হেলপার ছিলেন। ‍

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, বিকেলে মনোহরপুর এলাকায় একটি বাস বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিন চালিত যাত্রীবাহী একটি নছিমনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় নছিমনের দুই যাত্রীর। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।