ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের শাস্তি বন্ধে সভা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
ধুনটে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের শাস্তি বন্ধে সভা ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘শিখবে শিশু হেসে খেলে, শাস্তিমুক্ত পরিবেশ পেলে’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলায় শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তি বন্ধে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

ধুনট (বগুড়া): ‘শিখবে শিশু হেসে খেলে, শাস্তিমুক্ত পরিবেশ পেলে’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলায় শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তি বন্ধে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার বানিয়াজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও অভিভাবকদের এ সভা অনুষ্ঠিত হয়।

কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস ও লাইট হাউস ইজলাস প্রকল্প ধুনট উপজেলা শাখার উদ্যোগে সভায় প্রধান অতিথি ছিলেন, ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেলাল হোসেন শ্যামল।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অকফর আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হান কবির, সহকারী শিক্ষক রনজিৎ সরকার, নিলুফা খাতুন, নার্গিস আক্তার, অভিভাবক রবিউল হাসান, আবুল হোসেন প্রমুখ।

সভায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তি রহিতকরণ নীতিমালা পাঠ করেন সিএলএস লাইট হাউস ইজলাস প্রকল্পের প্যারালিগ্যাল ওমর ফারুক।

অনুষ্ঠান পরিচালনা করেন লাইট হাউস ইজলাস প্রকল্পের প্যারালিগ্যাল মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬  
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।