ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় গুচ্ছগ্রামে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
নেত্রকোনায় গুচ্ছগ্রামে আগুনে পুড়ে শিশুর মৃত্যু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনার আটপাড়ায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ফাতেমা আক্তার (১৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আগুনে গুচ্ছগ্রামের ১০টি ঘর পুড়ে গেছে।

নেত্রকোনা: নেত্রকোনার আটপাড়ায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ফাতেমা আক্তার (১৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আগুনে গুচ্ছগ্রামের ১০টি ঘর পুড়ে গেছে।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে তেলিগাতী ইউনিয়নের পূর্ব হাতিয়র গ্রামের সরকারি আশ্রয়ন প্রকল্পে (গুচ্ছগ্রাম) বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফাতেমা এরশাদ আলীর মেয়ে।

ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর নির্মল চন্দ্র সরকার বাংলানিউজকে বলেন, ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন- জেলা প্রশাসক (ডিসি) ড. মুশফিকুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি আক্তার রুনা, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফ হোছেন প্রমুখ।  

মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বাংলানিউজকে বলেন, জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত দশটি পরিবারকে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন। এছাড়া দগ্ধ হয়ে মারা যাওয়া শিশুর পরিবারকে ১৫ হাজার টাকা দিয়েছেন জেলা প্রশাসক।  

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
পিসি/ 
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।