ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে হামলার ঘটনায় মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
গোবিন্দগঞ্জে হামলার ঘটনায় মানববন্ধন বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর চিনিকলের আওতাধীন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে আখ কাটা নিয়ে সংঘর্ষ ও সাঁওতালদের ওপর হামলার প্রতিবাদে মুখে কালো ব্যাচ ধারণ করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলার বিভিন্ন সংগঠন।

গাইবান্ধা: রংপুর চিনিকলের আওতাধীন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে আখ কাটা নিয়ে সংঘর্ষ ও সাঁওতালদের ওপর হামলার প্রতিবাদে মুখে কালো ব্যাচ ধারণ করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলার বিভিন্ন সংগঠন।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে জাতীয় আদিবাসী পরিষদ, বাংলাদেশ মহিলা পরিষদ, উদীচি শিল্পগোষ্ঠি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও জন উদ্যোগের যৌথ আয়োজনে জেলা শহরের এক নম্বর রেলগেটে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশ বক্তব্য রাখেন, ওয়াজিউর রহমান র‌্যাফেল, রেবতি বর্মন, অধ্যক্ষ জহুরুল কাইয়ুম, লানেস খান রিন্টু, প্রবির চক্রবর্তীসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।