ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে মাদকসহ ১৩ ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
দিনাজপুরে মাদকসহ ১৩ ব্যবসায়ী আটক

দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকসহ ১৩ জন ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

দিনাজপুর: দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকসহ ১৩ জন ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথকভাবে ১৭টি মামলা দায়ের করা হয়েছে।

দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত সদস্য রাশেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটক মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ১ কেজি ১৩৫ গ্রাম গাঁজা, ৪৪ বোতল ফেনসিডিল ও ৫ হাজার ৬৬২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
 
আটক ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রস্ততি চলছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।