ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নাসিরনগরে হামলার ঘটনায় গ্রেফতার আরো ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
নাসিরনগরে হামলার ঘটনায় গ্রেফতার আরো ১

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনায় জাহাঙ্গীর আলম (৩০) নামে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনায় জাহাঙ্গীর আলম (৩০) নামে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে।

এ হামলার ঘটনায় এর আগে আরো ৯১ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে শহরের কালাইশ্রীপাড়া থেকে  গ্রেফতারের পর দুপুর পৌনে ১২টার দিকে তাকে আদালতে পাঠায় পুলিশ।

গ্রেফতারকৃত জাহাঙ্গীর নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের শংকরাদহ গ্রামের বেনু মিয়ার ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বাংলানিউজকে জানান, নাসিরনগরে হামলার আগে হরিপুরে রসরাজ দাসকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের নেতৃত্ব দেন জাহাঙ্গীর।

এদিকে, হামলার পর রসরাজ দাস পুলিশের হাতে আটক হওয়ার পর জাহাঙ্গীর বাদী হয়ে রসরাজের বিরুদ্ধে মামলা করতে চেয়েছিলেন।

নাসিররগরে হামলার ঘটনায় থানায় পৃথক আটটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় এখন পর্যন্ত পুলিশ ৯১ জনকে গ্রেফতার করেছে।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।