ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঢামেকে কারারক্ষীদের ফাঁকি দিয়ে কয়েদির পলায়ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
ঢামেকে কারারক্ষীদের ফাঁকি দিয়ে কয়েদির পলায়ন

 ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালে চিকিৎসাধীন এক কয়েদি কারারক্ষীদের ফাঁকি দিয়ে পালিয়ে গেছে।

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালে চিকিৎসাধীন এক কয়েদি কারারক্ষীদের ফাঁকি দিয়ে পালিয়ে গেছে।

মঙ্গলবার ( নভেম্বর ২৯) এ ঘটনার সত্যতা স্বীকার করে কারারক্ষী জাকারিয়া বাংলানিউজকে বলেন, ২১৭ নং ওয়ার্ডে ভর্তি ছিলো মাদক মামলায় সাজাপ্রাপ্ত কয়েদি সোহেল।

তবে আজ তার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা।

দুপুরে কারারক্ষীরা তাকে নিয়ে বের হওয়ার পথে টয়লেটে যাওয়ার নামে বহিঃবিভাগের সামনের পাবলিক টয়লেটে যায় সোহেল। সেখান থেকে দীর্ঘক্ষণেও বেরিয়ে না আসায় সোহেলের পালিয়ে যাওয়ার বিষয়টি টের পায় কারারক্ষীরা। ধারণা করা হচ্ছে বাথরুমের ফাঁকা ঘুলঘুলি দিয়ে পালিয়ে গেছে সে।

এ ঘটনায় আজিজ ও নজরুল নামের দুই কারারক্ষীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন কেরানীগঞ্জস্থ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবীর।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।