ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

জামালপুরে জেলা আ’লীগের মতবিনিময় সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
জামালপুরে জেলা আ’লীগের মতবিনিময় সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করা হয়েছে।

জামালপুর: জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করা হয়েছে।

 

মঙ্গলবার (২৯ নভেম্বর) জেলার চন্দ্রায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মেলান্দহ উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান চাঁনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ। সভায় ৭ উপজেলার চেয়ারম্যান ও মেয়ররা বক্তব্য রাখেন।

এ সময় জেলার ইউনিয়ন পরিষদের (ইউপি) সব চেয়ারম্যান, মহিলা সদস্য, কাউন্সিলর, মহিলা কাউন্সিলরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জেলা পরিষদ নির্বাচনে জামালপুর জেলার জন্য অ্যাডভোকেট জাহিদ আনোয়ারকে মনোনয়ন দেয় কেন্দ্রীয় আওয়ামী লীগ। এরই প্রতিবাদে স্থানীয় জেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগ নেতা-কর্মীরা এ মনোনায়ন পরিবর্তনের দাবি জানিয়ে আসছে।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।