ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে নারী নির্যাতন ও প্রতিরোধ দিবসে র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
লক্ষ্মীপুরে নারী নির্যাতন ও প্রতিরোধ দিবসে র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুরে নারী নির্যাতন ও প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে নারী নির্যাতন ও প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় বেসরকারি এনজিও বাপ্সা সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করে।

র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন- সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হাফিজ উল্ল্যা, নারী নেত্রী মমতাজ বেগম, বাপ্সা এনজিও কর্মকর্তা মো. আবদুর রশিদ ও জোবেদা বেগম প্রমুখ।

র‌্যালি শেষে এনজিও বাপ্সার জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।