ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬৮

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৬
কুষ্টিয়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬৮

কুষ্টিয়ার ছয় উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৬৮ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

কুষ্টিয়া: কুষ্টিয়ার ছয় উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৬৮ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (০২ ডিসেম্বর) সন্ধ্যা থেকে শনিবার (০৩ নভেম্বর) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন বাংলানিউজকে জানান, খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজির নির্দেশে গত ৩১ নভেম্বর থেকে অভিযানটি শুরু হয়। ৭ ডিসেম্বর পর্যন্ত এটি চলবে।

তিনি আরও জানান, কুষ্টিয়া সদর, ভেড়ামারা, মিরপুর, কুমারখালী ও দৌলতপুর থানায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামিসহ ৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় একটি দেশীয় এলজি, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার পলাতক ও পরোয়ানাভুক্ত আসামি এবং তাদের বিরুদ্ধে মাদক, চুরি ও অস্ত্র মামলা রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৬
বিএসকে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।