ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা জেলা পরিষদ নির্বাচনে বৈধ প্রার্থী মাহাবুবুর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৬
ঢাকা জেলা পরিষদ নির্বাচনে বৈধ প্রার্থী মাহাবুবুর

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ঢাকা জেলার সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

ঢাকা: আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ঢাকা জেলার সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

শনিবার (০৩ ডিসেম্বর) সকালে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে তার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়।

বাংলানিউজকে মাহবুবুর রহমান বলেন, সরকারের ভিশন-২১ বাস্তবায়ন ও ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে জেলা পরিষদ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

‘আমি বিশ্বাস করি সততা, ন্যায়-নীতি, স্বজনপ্রীতি, দ‍ুর্নীতির বিরুদ্ধে এবং ঢাকা জেলার সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে একযোগে কাজ করবো। ’

এ সময় ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহম্মেদ, সাভার উপজেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক আলী হায়দারসহ ধামরাই পৌরসভার মেয়র হাজী মো. গোলাম কবির, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।