ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় বাসের ধাক্কায় আহত ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৬
আশুলিয়ায় বাসের ধাক্কায় আহত ২

আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের আশুলিয়া বাজার এলাকায় বাসের ধাক্কায় রিকশা চালকসহ দু’জন আহত হয়েছেন।

আশুলিয়া (সাভার): আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের আশুলিয়া বাজার এলাকায় বাসের ধাক্কায় রিকশা চালকসহ দু’জন আহত হয়েছেন।

 

শনিবার (০৩ ডিসেম্বর) দুপুর দেড়টায় এ দুর্ঘটনা ঘটে।

আশুলিয়া ট্রাফিক পুলিশ বক্সের ট্রাফিক পরিদর্শক আবুল হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে আশুলিয়ার তালুকদার সিএনজি স্টেশনের সামনে একটি রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় একটি বাস। এতে রিকশা চালকসহ দু’জন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও জানান, বাস ও চালককে আটক করা হয়েছে। তবে আহতদের নামপরিচয় এখনও জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৬
বিএসকে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।