ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৬
সিরাজগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

সিরাজগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সুমন রহমান (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সুমন রহমান (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

শনিবার (০৩ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ শহরের রক্ষা হার্ডপয়েন্টের শ্মশানঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সুমন রহমান পৌর এলাকার রামগাঁতী মহল্লার আনিছুর আহমেদের ছেলে ও মওলানা ভাসানী ডিগ্রি কলেজের মানবিক শাখার ৩য় বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানান, কলেজ শেষে বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে সিরাজগঞ্জ শহরের রক্ষা হার্ডপয়েন্ট বেড়াতে যাচ্ছিলেন সুমন। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পিলার ও ব্লকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান সুমন।

সিরাজগঞ্জ সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল কর্মকর্তা ডা. জ্যোতি ভাস্কর সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৬
বিএসকে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।