ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কুলিয়ারচরে চাচীকে বাঁচাতে গিয়ে ২ ভাতিজার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
কুলিয়ারচরে চাচীকে বাঁচাতে গিয়ে ২ ভাতিজার মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার ঘোষপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজন ঘোষ (৩০) ও সুজন ঘোষ (১৮) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার ঘোষপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজন ঘোষ (৩০) ও সুজন ঘোষ (১৮) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

রোববার (৪ ডিসেম্বর) সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রাজন ও সুজন একই এলাকার রণজিত ঘোষের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে সুজন ও রাজনের চ‍াচী মীরা রানী সেন উঠানে বৈদ্যুতিক তারের ওপর ভেজা কাপড় শুকাতে দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় সুজন দা দিয়ে তার কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।  তাকে বাঁচাতে গিয়ে রাজনও বিদ্যুৎস্পৃষ্ট হন। এ অবস্থায় স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে সুজন ও রাজনকে উদ্ধার করে পরে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।