ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে অস্ত্র-গুলিসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
বেনাপোলে অস্ত্র-গুলিসহ যুবক আটক

যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে একটি ওয়ান শ্যুটার গান ও রাউন্ড গুলিসহ শাহিন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে একটি ওয়ান শ্যুটার গান ও রাউন্ড গুলিসহ শাহিন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
 
রোববার (০৪ ডিসেম্বর) রাত ১১টায় বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী ইউনিয়নের দক্ষিণ বারোপোতা গ্রাম থেকে তাকে আটক হয়।

তিনি বারপোতা গ্রামের মুনাফবর বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, গোপনে খবর আসে নাশকতামূলক কাজের উদ্দেশে কয়েকজন যুবক একিত্রত হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে বারপোতা গ্রামের জিবলীতলা এলাকা থেকে তাকে আটক করে। এসময় তার কাছে একটি ওয়ান শ্যুটার গান ও ১ রাউন্ড গুলি পাওয়া যায়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) নুর আলম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। সোমবার (০৫ ডিসেম্বর) দুপুরে থানা থেকে যশোর আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০২১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
এজেডএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।