ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ককটেলসহ গ্রেফতার ৪৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
কুষ্টিয়ায় ককটেলসহ গ্রেফতার ৪৫

কুষ্টিয়ায় পুলিশের বিশেষ অভিযানে চারটি ককটেলসহ ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

কুষ্টিয়া: কুষ্টিয়ায় পুলিশের বিশেষ অভিযানে চারটি ককটেলসহ ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  

রোববার (৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকে সোমবার (৫ ডিসেম্বর) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তারা গ্রেফতারি পরোয়ানাভুক্তসহ বিভিন্ন মামলার আসামি।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন জানান, পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি’র নির্দেশে বিশেষ অভিযান চালানো হচ্ছে।  

তিনি আরো জানান, রাতে সদর, ভেড়ামারা, মিরপুর, খোকসা, কুমারখালী ও দৌলতপুর উপজেলায় অভিযান চালানো হয়। এসময় ৪৫ আসামিকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় চারটি ককটেল উদ্ধার করা হয়।  

আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।