ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
রাজধানীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২  ছবি: সুমন শেখ, বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজধানীর মিরপুর সনি সিনেমা হলের পাশে রেজাউল অ্যাপ‍ারেলস গার্মেন্টস স্থানান্তর নিয়ে শ্রমিকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে দুই পোশাক শ্রমিক আহত হয়েছেন।

ঢাকা: রাজধানীর মিরপুর সনি সিনেমা হলের পাশে রেজাউল অ্যাপ‍ারেলস গার্মেন্টস স্থানান্তর নিয়ে শ্রমিকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে দুই পোশাক শ্রমিক আহত হয়েছেন।

সোমবার (০৫ ডিসেম্বর) সকাল ৭টা থেকে এ সংঘর্ষ শুরু হয়।

আহত শ্রমিকদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বাংলানিউজকে জানান, মেডিকেল ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া।

আহতরা হলেন- পোশাক শ্রমিক সোনিয়া ও কারখানার পাশের মল্লিক প্লাজার নিরাপত্তা কর্মী মাহফুজ।

গার্মেন্টস শ্রমিকরা জানান, রেজাউল অ্যাপ‍ারেলস গার্মেন্টস গাজীপুরের কোনাব‍াড়িতে স্থানান্তর করা হবে বলে জানিয়ে আসছিলেন গার্মেন্টস মালিক। কিন্তু শ্রমিকরা এতে নিষেধ দেন। সোমবার সকালে শ্রমিকরা কাজ করতে এসে দেখেন গেটে তালা এবং পুলিশ ডিউটি করছে। এক পর্যায়ে শ্রমিকরা আন্দোলন শুরু করলে পুলিশ তাদের ওপর টিয়ারসেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হন।    

বর্তমানে গার্মেন্টস এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
এজেডএস/আরএটি/বিএস  

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।