ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কাহালুতে ছুরিকাঘাতে নিহতের ঘটনায় মামলা, গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
কাহালুতে ছুরিকাঘাতে নিহতের ঘটনায় মামলা, গ্রেফতার ১

বগুড়ার কাহালু উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুল মতিনের (৫০) নিহত হওয়া ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

বগুড়া: বগুড়ার কাহালু উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুল মতিনের (৫০) নিহত হওয়া ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

নিহতের স্ত্রী রমিছা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় দুই জনের নাম উল্লেখসহ ৩/৪ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

সোমবার (০৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি ঘটনার পর জেলার সহকারী সিনিয়র পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) গাজিউর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান ওই পুলিশ পরিদর্শক।

এর আগে রোববার (০৪ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে কাহালু উপজেলার চাপদাহ বাজার এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আব্দুল মতিন নিহত হন।

তিনি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চাপদাহ গ্রামের বছির উদ্দিনের ছেলে।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
এমবিএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।