ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
গাজীপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরে কাঁটাল গাছে ঝুলন্ত অবস্থায় খলিলুর রহমান (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর: গাজীপুরে কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় খলিলুর রহমান (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

খলিলুর রহমান পাবনার সাথিয়া উপজেলার গোলাম মাওলার ছেলে।

জয়দেবপুর থানার কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. হালিম মিয়া বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি বলেন, গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ মধ্যেপাড়া এলাকার জামাল মিয়ার বাড়ির পশ্চিম পাশে কাঁঠাল গাছের চাদর দিয়ে ফাঁস লাগা অবস্থায় দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে গাছের সঙ্গে ঝুলন্ত হাত বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করে।

নিহতের সঙ্গে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করে তার পরিচয় জানা গেছে।

এএসআই বলেন, নিহত খলিলুর রহমান দুই মাস আগে ওই এলাকায় ভাড়া বাসায় থেকে চাকরি করতেন। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডেকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর জানা যাবে হত্যা না আত্মহত্যা।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬

আরএস/এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।