ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নিখো‍ঁজ প্রতিবন্ধী ছেলের সন্ধান চান মা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
নিখো‍ঁজ প্রতিবন্ধী ছেলের সন্ধান চান মা

শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ১১ বছর বয়সী ছেলে মো. সিয়ামের খোঁজ চান তার মা নাসিমা বেগম। সিয়াম গত ১ সেপ্টেম্বর ঢাকার কদমতলী থানাধীন জুরাইনের বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি।

ঢাকা: শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ১১ বছর বয়সী ছেলে মো. সিয়ামের খোঁজ চান তার মা নাসিমা বেগম।

সিয়াম গত ১ সেপ্টেম্বর ঢাকার কদমতলী থানাধীন জুরাইনের বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি।

সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে পারে এবং তার নাম বলতে পারে। তবে সে নিজের বাসার ঠিকানা বলতে পারে না।

হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল গোলাপি রংয়ের গেঞ্জি ও থ্রি কোয়ার্টার প্যান্ট। তার গায়ের রং শ্যামলা।

গত ৩০ সেপ্টেম্বর কদমতলী থানায় এ বিষয়ে তার মা জিডি করেছেন। জিডি নম্বর ১৬৮৭।

কোনো ব্যক্তি তার খোঁজ পেলে ঢাকার কদমতলী থানার পূর্ব জুরাইন, কমিশনার রোডের মিষ্টির দোকান সংলগ্ন শাহী মসজিদে যোগাযোগ অথবা ০১৯২৪৪০৯৯১৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
এমআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।