ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ব্যবসায়ীদের ধর্মঘট, বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
লক্ষ্মীপুরে ব্যবসায়ীদের ধর্মঘট, বিক্ষোভ

ভ্রাম্যমাণ আদালতে অতিরিক্ত অর্থদণ্ড, ভূমি উন্নয়ন কর গ্রহণ না করা এবং ১, ২ ও ৫ টাকার নোট ও কয়েন ব্যাংকে না নেওয়ার প্রতিবাদে লক্ষ্মীপুর শহরের ব্যবসায়ারীরা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ সমাবেশ ও ধর্মঘট করেছেন।

লক্ষ্মীপুর: ভ্রাম্যমাণ আদালতে অতিরিক্ত অর্থদণ্ড, ভূমি উন্নয়ন কর গ্রহণ না করা এবং ১, ২ ও ৫ টাকার নোট ও কয়েন ব্যাংকে না নেওয়ার প্রতিবাদে লক্ষ্মীপুর শহরের ব্যবসায়ারীরা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ সমাবেশ ও ধর্মঘট করেছেন।

 

সোমবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় বণিক সমিতির আহ্বানে দোকান বন্ধ করে শহরে বিক্ষোভ মিছিল করেন ব্যবসায়ীরা।

মিছিলটি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে লক্ষ্মীপুর বণিক সমিতির সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপুসহ সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত অর্থদণ্ড বন্ধ করা, ভূমি উন্নয়ন কর এবং ১, ২ ও ৫ টাকার নোট ও কয়েন ব্যাংকে গ্রহণের দাবি জানান।

পরে এসব দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন ব্যবসায়ী নেতারা।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।