ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে আইনজীবী সমিতির মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
সুনামগঞ্জে আইনজীবী সমিতির মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি।

সুনামগঞ্জ: রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি।

 

সোমবার (০৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কোর্ট চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেরেনূর আলীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আফতাব উদ্দিন প্রমুখ।

সেখানে আরও উপস্থিত ছিলেন- সিনিয়র অ্যাডভোকেট ফজলুল হক আসপিয়া, লেখক ও অ্যাডভোকেট হোসেন তওফিক চৌধুরী, অ্যাডভোকেট সৈয়দ শায়েখ আহমদ, অ্যাডভোকেট শুকুর আলী।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।