ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ভালুকায় চার স’মিল মালিককে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
ভালুকায় চার স’মিল মালিককে জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহের ভালুকায় লাইসেন্স না থাকায় চার স’মিল মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় লাইসেন্স না থাকায় চার স’মিল মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (০৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার ভরাডোবা এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আক্তার।

তিনি বাংলানিউজকে জানান, চারটি স’মিলে লাইসেন্স না থাকায় জরিমানা করা হয়েছে। একই সঙ্গে লাইসেন্স করার জন্য তাদের তিন মাসের সময় দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
এমএএএম/আরআইএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।