ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে পঞ্চ-বার্ষিক পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত কর্মশালা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
কেরানীগঞ্জে পঞ্চ-বার্ষিক পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কেরানীগঞ্জে এলজিএসপি-২ এর সহায়তায় ইউনিয়ন পর্যায়ে পঞ্চ-বার্ষিক পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

কেরানীগঞ্জ, ঢাকা: কেরানীগঞ্জে এলজিএসপি-২ এর সহায়তায় ইউনিয়ন পর্যায়ে পঞ্চ-বার্ষিক পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (০৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে এ কর্মশালা শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলে।

 

কর্মশালায় উপজেলার ১২ টি ইউনিয়নের জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে আগামী ৫ বছরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। কর্মাশালায় উপজেলাবাসীর স্বাস্থ্য ও শিক্ষা এবং রাস্তাঘাট উন্নয়নের বিষয়গুলো উঠে আসে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী মো. শাহজাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মাজেদা সুলতানা, সমাজসেবা কর্মকর্তা ফখরুল আশরাফ, কৃষি কর্মকর্তা ফখরুল আলম, তারানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক, শাক্তা ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন লিটন, বাস্তা ইউপি চেয়ারম্যান হাজী আশকর আলী, রুহিতপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।