ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

তাহিরপুর সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
তাহিরপুর সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড় চড়া সীমান্তে বশির মিয়া (৩৭) নামে বাংলাদেশি এক যুবককে ভারতের স্থানীয়রা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড় চড়া সীমান্তে বশির মিয়া (৩৭) নামে বাংলাদেশি এক যুবককে ভারতের স্থানীয়রা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৫ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

বশির মিয়া সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের তৈল গ্রামের বাসিন্দা শুকুর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়লা কুড়াতে কুড়াতে ভারতীয় সীমান্তবর্তী গ্রাম ঘোয়া ঘাটে ঢ‍ুকে পড়েন বশির মিয়া। তখন ওই গ্রামের বাসিন্দরা তাকে চোর ভেবে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তাহিরপুর টেকের ঘাট সীমান্তের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার নিজাম উদ্দিন বাংলানিউজকে বলেন, বশির মিয়ার মরদেহটি বর্তমানে ভারতের স্থানীয় একটি থানায় রয়েছে।

বাংলাদেশ সময়: বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।