ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রৌমারী সীমান্তে ভারতীয় ১৫ হাতির তাণ্ডব   

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
রৌমারী সীমান্তে ভারতীয় ১৫ হাতির তাণ্ডব    ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ঢুকে পড়া ভারতীয় ১৫টি হাতির একটি দল তাণ্ডব চালাচ্ছে। দিগ্বিদিক ছোটাছুটি করছে। ফসলের ক্ষেতে ঢুকে তা নষ্ট করছে। হাতির এ ধরনের ছোটাছুটিতে সীমান্তজুড়ে আতঙ্ক বিরাজ করছে। 

রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ঢুকে পড়া ভারতীয় ১৫টি হাতির একটি দল তাণ্ডব চালাচ্ছে। দিগ্বিদিক ছোটাছুটি করছে।

ফসলের ক্ষেতে ঢুকে তা নষ্ট করছে। হাতির এ ধরনের ছোটাছুটিতে সীমান্তজুড়ে আতঙ্ক বিরাজ করছে।  

রোববার (০৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে রৌমারী উপজেলার ঐতিহাসিক বড়াইবাড়ির আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬৭নং মেইন পিলারের কাছের এলাকা দিয়ে কাঁটাতারের বেড়া ভেঙে দেশের ভেতর ঢুকে পড়ে।  

ভারতীয় ১৫টি হাতির একটি দল তাণ্ডব চালাচ্ছে। প্রত্যেক্ষদর্শীরা জানান, হাতির পালটি বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ায় সীমান্ত এলাকার বড়াইবাড়ি, ঝাউবাড়ি, খেয়ারচর, বকবান্দা, আলগারচর, ভন্দুরচর, নতুন বন্দর, চর ফুলবাড়ি, খাটিয়ামারীসহ গোটা সীমান্ত এলাকাজুড়ে হাতি আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা বাড়িঘর ছেড়ে মাঠে নেমে পড়ে। হাতির পালটি আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭১-১০৬১নং এলাকা দিয়ে ছোটাছুটি করতে থাকে। থেমে থেমে হাতিগুলো কৃষকের ধান, আখ, ভুট্টাসহ আবাদি জমির ফসলের ব্যাপক ক্ষতিসাধন করছে। তবে, এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  

হাতিগুলো কৃষকের ধান, আখ, ভুট্টাসহ আবাদি জমির ফসলের ব্যাপক ক্ষতিসাধন করছে। সোমবার (৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে সরেজমিন উপজেলার শৌলমারী ইউনিয়নের সীমান্ত ঘেঁষা গয়টাপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, হাতির ওই পালে রয়েছে ১৫টি হাতি। হাতিগুলো একটি আখ ক্ষেতের ভেতর আখ খাচ্ছে। খাবার এক পর্যায়ে হাতিগুলো মাঝে মধ্যে হুংকার দিয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে।  

আখ ক্ষেতকে ঘিরে হাজার হাজার উৎসুক জনতার ভিড় দেখা গেছে। হাতির পাল হতে বাঁচতে উৎসুক জনতাও ছোটাছুটি করছে। জিঞ্জিরাম নদীর দুই পাড়ে হাতিগুলো দেখতে যেন উৎসুক জনতার কমতি ছিল না।  

আখ ক্ষেতের মালিক সাইফুল, আব্দুল খালেক, আব্দুল মালেক, জাহেদ আলী, জেলাল হোসেন জানান, ওই ক্ষেতে তাদের ২ একর আখ প্রায় সম্পূর্ণ খেয়ে নষ্ট করে ফেলছে হাতিগুলো।

আখ ক্ষেতকে ঘিরে হাজার হাজার উৎসুক জনতার ভিড়। উপস্থিত উৎসুক জনতাকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে আইন প্রয়োগকারী সংস্থার কোনো সদস্যকে দেখা যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকেল সাড়ে ৩টা পর্যন্ত হাতির পালটি সীমান্তের ১০৬১ মেইন পিলারের গয়টাপাড়া বিজিবি ক্যাম্পের কাছে কয়েকজন কৃষকের আখক্ষেতে অবস্থান করছিল।  

এলাকাবাসীর ধারণা, দ্রুত লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে না পারলে যেকোনো সময় ঘটে যেতে পারে প্রাণহানিসহ বড় ধরনের দুর্ঘটনা।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম সাজেদুল ইসলাম বাংলানিউজকে বলেন, লোকদের নিরাপদ স্থানে সরিয়ে দিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।