ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় শীতার্তদের মধ্যে ৩ হাজার কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
পাথরঘাটায় শীতার্তদের মধ্যে ৩ হাজার কম্বল বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনার পাথরঘাটা উপজেলায় শীতার্তদের মধ্যে তিন হাজার কম্বল বিতরণ করেছে প্রয়াত সংসদ সদস্য গোলাম সবুর টুলু ফাউন্ডেশন ও স্মৃতি সংসদ।

বরগুনা: বরগুনার পাথরঘাটা উপজেলায় শীতার্তদের মধ্যে তিন হাজার কম্বল বিতরণ করেছে প্রয়াত সংসদ সদস্য গোলাম সবুর টুলু ফাউন্ডেশন ও স্মৃতি সংসদ।

সোমবার (৫ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার কালমেঘা, রায়হানপুর ও কাকচিড়া ইউনিয়নের কয়েকটি এলাকার দরিদ্র জনগণের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- প্রয়াত সংসদ সদস্য গোলাম সবুর টুলুর স্ত্রী, মধুমতি টাইলস লিমিটেডের চেয়ারম্যান নাদিরা সুলতানা ও তার মেয়ে মধুমতি টাইলস এর পরিচালক ফারজানা সবুর রুমকী, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমুখ।

বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সবুর ২০১৩ সালের ২৬ জুলাই সড়ক দুর্ঘটনায় মারা যান।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।